চাঁপাইনবাবগঞ্জে সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা
Share on:
চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শালিসি বৈঠকে আব্দুল খালেক টিংকু (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত টিংকু তেররশিয়া গ্রামের তবজুল হকের ছেলে। আহতরা হলেন নিহত টিংকুর পিতা তবজুল হক ও ভাই আব্দুল মালেক। আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পিতা তবজুল হক জানান, পারিবারিক জমি নিয়ে ভাই ও আত্মীয় স্বজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বিরোধ মেটাতে বিকেলে নিজ বাড়ির সামনে সালিশি বৈঠক ডাকা হয়। বৈঠকের একপর্যায়ে প্রতিপক্ষের বেশ কয়েকজন দা ও হাঁসুয়া নিয়ে তাদের ওপর হামলা চালায়। পিতার সামনে কুপিয়ে হত্যা করা হয় টিংকুকে। হামলায় আহত হয় তবজুল হকসহ তিনজন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আজিম ও আলো নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত অন্যদের আটকে অভিযান চলছে বলে জানান তিনি।
এমএইচ