আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ২৫ জুলাই ২০২২, ১২:৫৬ পিএম
ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
Share on:
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। প্রথম আদিবাসী হিসেবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন দ্রৌপদী।
সোমবার (২৫ জুলাই) সংসদের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা।
শপথ নেয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথেও দেখা করেন দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী মুর্মু হলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট, যিনি স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছেন। শপথগ্রহণের পর প্রথা মেনে তাকে ২১ বার বন্দুকের তোপ দিয়ে সম্মান জানানো হবে।
সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
সূত্র : সংবাদ প্রতিদিন।
এইচএন