উন্নত চিকিৎসা নিতে রওশন এরশাদ ব্যাংককের পথে
Share on:
গুরুতর অসুস্থ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে।
গুরুতর অসুস্থ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে।
আজ শুক্রবার ( ৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ব্যাংককের পথে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স।
বিরোধীদলীয় নেতার সঙ্গে আছেন তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।
পুত্র সাদ এরশাদ জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মায়ের চিকিৎসা হবে। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন জাতীয় পার্টির এই প্রধান পৃষ্ঠপোষক।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে।
গত ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয় ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায়।
এইচএন