লেবাননের ফিলিস্তিনি শিবিরে বিস্ফোরণ, আহত ১২
Share on:
হামাসের সাথে ঘনিষ্ঠ শেহাব নিউজ অ্যাজেন্সি একটি ফিলিস্তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, কোভিড-১৯ মোকাবেলায় মজুত করা অক্সিজেন ক্যানিস্টার সৃষ্ট স্ফূলিঙ্গ থেকে এই বিস্ফোরণ ঘটে।
দক্ষিণ লেবাননের বন্দরনগরী টায়ারে একটি ফিলিস্তিনি শিবিরে বড় ধরনের বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে।
গতকাল শুক্রবার ( ১০ ডিসেম্বর) রাতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ জানা যায়নি।
রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) জানিয়েছে, বুর্জ আল-শেমালি ক্যাম্পে সন্দেহভাজন হামাস অস্ত্র ডিপোতে এই বিস্ফোরণ ঘটে।
এ ঘটনা তদন্ত করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন এক বিচারপতি।
হামাসের সাথে ঘনিষ্ঠ শেহাব নিউজ অ্যাজেন্সি একটি ফিলিস্তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, কোভিড-১৯ মোকাবেলায় মজুত করা অক্সিজেন ক্যানিস্টার সৃষ্ট স্ফূলিঙ্গ থেকে এই বিস্ফোরণ ঘটে।
লেবাননের বেশ কয়েকটি ক্যাম্পে হামাসের উপস্থিতি রয়েছে।
এনএনএ জানায়, সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। তারা কাউকে ক্যাম্পে প্রবেশ বা বের হতে দিচ্ছে না।
খবরে বলা হয়, অন্তত ১২ জন আহত হয়েছে। তবে কতজন মারা গেছে, তা জানা যায়নি। তথ্যসূত্র : আল জাজিরা।
এইচএন