পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত
Share on:
পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এলাকাটি আফগানিস্তান সীমান্তে অবস্থিত। গতকাল শুক্রবার (২১ জুন) এ ঘটনা ঘটে। খবর আনাদলু এজেন্সি
পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই ‘হামলা’র ঘটনা ঘটেছে। পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) পাকিস্তানের ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
পাকিস্তানের ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর মাঝেমধ্যেই হামলা চালায় দেশটির তালেবান। সংগঠনটি তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর এমন হামলার ঘটনা বেড়েছে।
এমএইচ