tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ১২:৪৩ পিএম

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু


bnp-2022

বিএনপির বিভাগীয় সমাবেশে শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকেই দলে দলে আসছেন নেতা-কর্মীরা। তাদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল টাউন হল মাঠ। বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে।


কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছিন সমাবেশে সভাপতিত্ব করছেন।

আগের বিভাগীয় সমাবেশগুলোর মতো কুমিল্লাতেও ফাঁকা চেয়ার রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১টায় তার সমাবেশস্থলে আসার কথা রয়েছে।

এদিকে কুমিল্লায় বিএনপির সমাবেশস্থলে মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে। এতে বিড়ম্বনায় পড়েছেন সমাবেশ কাভার করতে আসা সংবাদকর্মীরা।

সংবাদকর্মী জানান, আগের সমাবেশগুলোতেও মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নের খবর পাওয়া গেছে। এখানেও একই অবস্থা।

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা জানান, একটি টাওয়ারে সাধারণত যতটুকু ইন্টারনেট কাভার হয়, তার চেয়ে বেশি মোবাইল অ্যাকসেস হচ্ছে। তাই বাফারিং হচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘এটা সরকারের নির্দেশেই হয়েছে। আগের সমাবেশেও এমন হয়েছে। এগুলো করে নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না।’

এন