tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২৪, ২১:১৫ পিএম

কোটা কোনো ইস্যু না, উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা : প্রধানমন্ত্রী


hasinaaa-20240729205639

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন বোঝা যাচ্ছে, কোটা কোনো ইস্যু না। বিচ্ছিন্নকারীদের উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা।


সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় ১৪ দলের সঙ্গে বৈঠকের আগে সূচনা বক্তব্যে এসব কথা বলেন জোটনেত্রী।

শেখ হাসিনা বলেন, এদের উদ্দেশ্য এখন বোঝা যাচ্ছে, কোটা কোনো ইস্যু না। যে কয়টা প্রতিষ্ঠান জনগণের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠান দেশের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশটাকেই ধ্বংস করে ফেলা। এখানে শিবির-ছাত্রদল, বিএনপি-জামায়াত এরা জঙ্গি। এরাই আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এটা সম্পূর্ণ জঙ্গিবাদি কাজ, যা দুর্ভাগ্যের বিষয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ উন্নত হয়েছে। ফলে বাংলাদেশ বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়েছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে, মর্যাদার চোখে দেখে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে আনতে সক্ষম হয়েছি।

এসএম