ইরানে হামলা চালানোর পর বিশ্ব বুঝতে পারবে আমাদের সক্ষমতা: ইসরায়েল
Share on:
ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার কথা বেশ কয়েকদিন ধরেই জোরেশোরে বলে আসছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সলাপরামর্শ করে সে অনুযায়ীই দেশটি প্রস্তুতিও নিচ্ছে বলে খবর বেরিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হুমকি দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলা করার পর বিশ্ব বুঝতে পারবে আমাদের প্রস্তুতি ও সক্ষমতা কতটা। সবাই দেখবে আমাদের কার্যদক্ষতা।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, গ্যালান্ত মঙ্গলবার হ্যাটজেরিন বিমানঘাঁটিতে বিমানসেনা ও পাইলটদের সঙ্গে দেখা করতে যান। এসময় তিনি বলেন, আমরা ইরানে হামলা চালানোর পরে, সবাই বুঝতে পারবে আমাদের প্রস্তুতি এবং আমাদের প্রশিক্ষণ।
বিমান সেনাদের তিনি আরও বলেন, ‘এক বছর আগে যারা আমাদের মারধর এবং আক্রমণ করার স্বপ্ন দেখেছিল তারাই বড় ধরনের মূল্য চুকাচ্ছে। তারা সেই স্বপ্নে আর নেই।’
গত ১ অক্টোবর ইরানের বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইসরায়েলের প্রতিশ্রুত প্রতিশোধের আগে ঘাঁটি পরিদর্শনে আসেন গ্যালান্ত। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়।
এদিকে ওই হামলার পর তেহরানের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতি হিসেবে ইসরায়েল ইতোমধ্যে দূরপাল্লার হামলার অনুকরণে বেশ কয়েকটি বড় মহড়া করেছে।
অবশ্য ইরানও হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল কোনো হামলা চালালে কঠিন প্রত্যাঘাত করা হবে। পাল্টা হামলা চালানোর সব প্রস্তুতি সম্পন্ন।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নারী-শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৭৯২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ, যাদের অনেকেরই শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন।
অন্যদিকে হিজবুল্লাহকে দমাতে লেবাননেও চলছে নির্বিচার ইসরায়েলি হামলা। রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহও। ইরান সমর্থিত সশস্ত্র এই বাহিনীটির বিরুদ্ধ যুদ্ধে নেমে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইতোমধ্যে অর্ধশতাধিক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ধ্বংস হয়েছে কয়েক ডজন ম্যারকাভা ট্যাংকসহ বহু সাঁজোয়া যান।
এনএইচ