বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে : আব্দুর রহমান মূসা
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা বলেছেন, দারিদ্র ও বেকারত্ব আমাদের জাতীয় জীবনের প্রধান সমস্যা। তাই দেশ ও জাতি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে হলে দেশের প্রত্যেক নাগরিককে আত্মনির্ভরশীল করতে হবে। তিনি ক্ষুধা, দারিদ্র ও বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ মধ্য থানা আয়োজিত বিজয় দিবস উপলক্ষে স্থায়ী কর্মসংস্থানের জন্য উপকরণ ও নগদ অর্থ সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান মূসা বলেন, আত্মনির্ভরশীল নাগরিক মানেই আত্মনির্ভরশীল জাতি। প্রত্যেক নাগরিককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। তাই জামায়াতে ইসলামী কল্যাণকামী ও গণমূখী রাজনৈতিক দল হিসাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে।
তিনি বলেন, কিন্তু রাষ্ট্রের প্রয়োজন ব্যক্তি বা সাংগঠনিক পর্যায়ে মেটানো সম্ভব নয়। তাই জনগণের সার্বিক কল্যাণ ও মুক্তির জন্য দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মদিনা সনদের আলোকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোন বিকল্প নেই। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৩ জন ভাই ও বোনকে নগদ অর্থ, সেলাই মিশনসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।
থানা আমীর গাজী মনির হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমীর কামরুল হাসান, থানা সেক্রেটারি মহিবুল্লাহ বাচ্চু, থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট সুরুজ্জামান, মাও. ওয়ারেছ আলী মুরাদ, মাও. আব্দুল বারী, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন, মেহেদী হাসান, আব্দুল হক ও সাঈদুর রহমান প্রমুখ।
এনএইচ