tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২১, ০৯:০০ এএম

যুব এশিয়া কাপ: সেমিফাইনালে আজ ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ


Jubo-asia.jpg

বর্তমান পারফরম্যান্সের বিচারে যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে ফেভারিটই বলা যায় বাংলাদেশকে। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।


এই তো কিছুদিন আগের কথা ভারত অনূর্ধ্ব-১৯ এর দুটি দলকে হারিয়ে কলকাতায় অনুষ্ঠিত ত্রিদলীয় টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বর্তমান পারফরম্যান্সের বিচারে যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে ফেভারিটই বলা যায় বাংলাদেশকে। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।  

৮ দলের এই টুর্নামেন্টে শুরুটা হয় গ্রুপ পর্ব দিয়ে। ভারত গ্রুপ ‘এ’ রানার্সআপ হলেও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েই নাম লেখায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে (১২৭*) নেপালকে ১৫৪ রানে হারায় যুবা টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে মাহফিজুলের সেঞ্চুরিতে (১১২) পাত্তাই পায়নি কুয়েত, হারে ২২২ রানে।

তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা মাঠে গড়ালেও আম্পায়ারের করোনা পজিটিভ ধরা পড়ায় মাঝপথেই পরিত্যক্ত হয় খেলা।

এদিকে, দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।  

এইচএন