tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১২ জুন ২০২২, ২১:২০ পিএম

রাশিয়া দিবসে যে আহ্বান জানালেন পুতিন


পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া দিবসের উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে ‘দেশপ্রেমের গভীর অনুভূতি’ এবং ‘আত্মিক ভিত্তি’ গড়ে তোলার জন্য রাশিয়ানদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


রাশিয়ান ফেডারেশনের সার্বভৌমত্বের ঘোষণার আনুষ্ঠানিক গ্রহণের স্মরণে রাশিয়া দিবস ১৯৯২ সাল থেকে প্রতি বছর ১২ জুন পালিত হচ্ছে। রাশিয়ান ফেডারেশনের জাতীয় ছুটির দিন ১২ জুন। ১৯৯০ সালের ১২ জুন রাশিয়ার ‘স্বাধীনতা’ ঘোষণা করা হয়।

পুতিন বলেন, আজ, আমরা বিশেষ করে তীব্রভাবে সচেতন যে পিতৃভূমির জন্য, আমাদের সমাজের জন্য এবং জনগণের ঐক্যবদ্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ।

ক্রেমলিনে দেওয়া ভাষণে পুতিন আবার পিটার দ্য গ্রেটকে শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সাবেক রাশিয়ান সম্রাট পিটার দি গ্রেটের ৩৫০তম জন্মদিন উপলক্ষে মস্কোতে একটি প্রদর্শনীতে নিজেকে পিটার দি গ্রেটের সঙ্গে তুলনা করেন পুতিন। ১৮ শতকের যুদ্ধে পিটার দি গ্রেট বাল্টিক উপকূল জয় করেন। তার নেতৃত্বে সুইডেনকে হারিয়ে ইউরোপে শক্তিশালী দেশে পরিণত হয় বর্তমান রাশিয়া।

এমআই