শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসুন: মাওলানা দেলোয়ার হোসাইন
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসুন।
শুক্রবার (২২ডিসেম্বর ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের দোহার উপজেলা আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশের মত ঢাকা অঞ্চলেও শীতের তীব্রতা বেড়েছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিন্ম বিত্তের মানুষ কষ্ট পাচ্ছেন। তাই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের দূর্দশা লাঘবের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি শীতার্ত মানুষের কল্যাণে সরকার, বিভিন্ন রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, দেশে সাংবিধানিক শাসন নেই। সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দেশে আইনের শাসন ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে। কেড়ে নেওয়া হয়েছে জনগণের ভোট ও ভাতের অধিকার।
কিন্তু জামায়াতে ইসলামী একটি গণমুখী রাজনৈতিক দল হিসাবে জনগণের হারানো অধিকার ফিরে দেওয়ার জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সবসময় সামর্থের আলোকে অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য-সহযোগিতায় কাজ করে। গণমানুষের জন্য জামায়াতে ইসলামীর এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।
উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন কামালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইন। আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আসাদুজ্জামান সবুজ, ডা: হাফিজুল ইসলাম খানসহ আরও নেতৃবৃন্দ ।
অপরদিকে নবাবগঞ্জ পশ্চিম থানায় শীতবস্ত্র বিতরণ করা হয়। থানা আমীর মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইন। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোস্তাক আহমাদ প্রমুখ ।
প্রেস বিজ্ঞপ্তি