ফের ১৬০০ কর্মী ছাঁটাই করছে ইয়াহু
Share on:
বিশ্বব্যাপী আর্থিক পরিস্থিতির মন্দাভাব এবং সামগ্রিক প্রতিকূলতার কারণে ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন তথ্য প্রযুক্তি কোম্পানিতে শুরু হয় কর্মী ছাঁটাই। যা ২০২৩ সালে এসেও অব্যাহত রয়েছে।
এবার ইয়াহু ইনকর্পোরেশন ‘অ্যাড টেক ডিভিশন’ থেকে ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। এতে চাকুরি হারাবেন ১৬০০ জনেরও বেশি কর্মী।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এমন তথ্যই জানিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ।
প্রাইভেট ইক্যুইটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট ২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে ইয়াহু কিনে নেয়।
কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গে সংস্থাটি জানায়, রেকর্ড পরিমাণে মুদ্রাস্ফীতির হার ও মন্দা সম্পর্কে অবিরত অনিশ্চয়তার প্রতিক্রিয়া হিসাবে অনেক বিজ্ঞাপনদাতা তাদের বিপণন বাজেট কমিয়ে দিয়েছে। এই কারণে এমন কড়া সিদ্ধান্ত নিতে হয় প্রতিষ্ঠানটিকে।
এই পদক্ষেপ কোম্পানিটিকে তার ফ্ল্যাগশিপ বিজ্ঞাপন ব্যবসায় ডিএসপি কিংবা চাহিদা-সাইড প্ল্যাটফর্ম নামক বিষয়টিতে তাদের বিনিয়োগ কমাতে সাহায্য করবে বলেও জানায় তারা।
এন