tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
ধর্ম প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১০ এএম

সকালে ও সন্ধ্যায় যে দোয়া পড়তে বলেছেন নবীজি


doa_20240223_065551074

সারাদিন মানুষ মহান আল্লাহর অসংখ্য নেয়ামত ভোগ করে। এসব নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করা সবার কর্তব্য।


একটি হাদিসে রাসুল (স.) নিম্নের দোয়াটি পাঠের মাধ্যমে নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন।

দোয়াটি হলো- اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ উচ্চারণ: ‘আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিমাতিন আউ বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা, লা শারিকা লাকা, ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু।’

অর্থ: ‘হে আল্লাহ, আমি ও আপনার অন্য কোনো সৃষ্টি যে নিয়ামত ভোগ করছি তা একমাত্র আপনার পক্ষ থেকেই। আপনার কোনো অংশীদার নেই। সুতরাং আপনারই প্রশংসা ও আপনারই কৃতজ্ঞতা।’

আবদুল্লাহ বিন গান্নাম আল-বায়াজি থেকে বর্ণিত, রাসুল (স.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভোরে (ঘুম থেকে) উঠে উল্লিখিত দোয়াটি পড়বে সে যেন সকালের কৃতজ্ঞতা জানাল। যে ব্যক্তি তা বিকালে পড়বে সে যেন রাতের কৃতজ্ঞতা জানাল।’ (আবু দাউদ: ৫০৭৩; ইবনু হিব্বান: ৮৬১)

আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন সকাল-সন্ধ্যায় নবীজির শেখানো দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।

এনএইচ