tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২২, ১৮:৪১ পিএম

আমরা কারও শত্রু নই : নজরুল ইসলাম খান


নজরুল

ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের জন্য নির্ধারিত স্থানে এখনো সমাবেশ করার অনুমতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা কারও শত্রু নই, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ মাত্র। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খখল পরিবেশে সমাবেশ করতে চাই। একটি বড় সমাবেশ করতে চাই।


শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। আগামীকাল শনিবারের বিভাগীয় গণসমাবেশকে ঘিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার দুপুর পর্যন্ত বিএনপির চাহিদা অনুযায়ী নগরীর সার্কিট হাউস ময়দানে সমাবেশের অনুমতি না মেলায় সকল নেতারা অসন্তোষ প্রকাশ করেন।

নজরুল ইসলাম খান বলেন, আগে জেলা, মহানগর, জেলা-মহানগর মিলে সমাবেশ করেছি। কিন্তু এবার একটি বিভাগীয় সমাবেশ করতে চাই। এতে সব জেলার লোক আসবে। তাদেরকে সভায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। সে জন্য একটি বড় মাঠ চেয়েছি, যেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করা যাবে। যে মাঠগুলোতে বারবার সভা হয়, নানা কারণে তা দিতে গরিমসি করছে।

তিনি আরও বলেন, আমরা তো মুক্তিযুদ্ধ করে একটি বাংলাদেশ করেছিলাম। সে দেশে আইন সবখানে একই রকম হবে। কিন্তু চট্টগ্রামে, খুলনায়, রাজশাহী, সিলেটে এক রকম আর ময়মনসিংহে আরেক রকম।

নজরুল ইসলাম খান আরও বলেন, এখন সারা বিভাগ থেকে এতো লোক আসবে, তাদের যদি কোনো মাঠে বসতে না দেন, যদি গোটা শহরে ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে কে তাদের শৃঙ্খলায় আনবে। মিটিং তো আমরা ডেকেছি, দায়িত্ব তো আমাদের। আমাদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দায়িত্ব যাদের, তাদেরকেও দায়িত্ববান হতে হবে।

তিনি বলেন, আমরা সভাটি সার্কিট হাউস ময়দানেই করতে চাই। কিন্তু কেন করতে দেওয়া হবে না তা কেউ বলছে না। সেখানে কি কেউ সমাবেশ করে না? আমরা করতে পারব না কেন। যুক্তিসঙ্গত একটা করাণ তো থাকতে হবে। কোনো কারণ ছাড়াই বলে দিলেন করা যাবে না, এটা তো আইনসঙ্গত হলো না। তারা (প্রশাসন) অনুমতি দিচ্ছে না আর আমরা চেষ্টা করছি, এর মধ্যেই আটকে আছে বিষয়টি।

বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান ও সাবেক হুইপ মশিউর রহমান বলেন, সভার অনুমতি দিলেও মাঠ দেয়নি। সব সহযোগিতার আশ্বাস পেয়েছি, কিন্তু মাঠ না দিয়ে কী সহযোগিতা হচ্ছে? বিভিন্ন এলাকায় সরকারি দল মিছিল করছে, গাড়ি বন্ধ করে দিয়েছে। সভা বানচাল করার জন্য চারদিকে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, সমাবেশে যোগ না দিতে বাসায় বাসায় গিয়ে ভয় দেখানো হচ্ছে। নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতউল্লাহ কালম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আগামীকাল শনিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমআই