সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত, স্বাভাবিক থাকছে নেটের গতি
Share on:
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র (বিএসসিপিএলসি) আওতাধীন কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE 4) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক ২ মার্চ কারিগরি ত্রুটি নিরসনের জন্য রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।
এতে করে দেশ জুড়ে ইন্টারনেটের গতি ধীর হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু সেই রক্ষণাবেক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে আজ স্বাভাবিকই থাকছে ইন্টারনেটের গতি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একই সময়ে অন্যান্য কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবল সিস্টেমে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় SEA-ME-WE-4 এর বর্ণিত রক্ষণাবেক্ষণ কাজটি কনসোর্টিয়াম কর্তৃক স্থগিত করা হয়েছে। ফলে SEA-ME-WE 4-এর মাধ্যমে বিএসসিপিএলসি-এর সকল সার্কিট যথারীতি চালু থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজটির সময়সূচি কনসোর্টিয়াম কর্তৃক পুনঃনির্ধারণ করা হলে বিষয়টি পরবর্তীতে জানানো হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
এনএইচ