tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৬ মে ২০২৩, ১৬:৩৪ পিএম

ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন সাফজয়ী স্বপ্না


30

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না হঠাৎ করে সব ধরনের ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন।


শুক্রবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুকে তিনি এই ঘোষণা দিয়েছেন।

ফুটবল ছাড়ার কারণ বলতে অপারগতা প্রকাশ করে স্বপ্না জানান, আমি গতকাল বৃহস্পতিবার ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে এসেছি। আমি যার ফিরব না সেটা আমার কোচরা বুঝতে পেরেছেন।

আপনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আছেন ফর্মের তুঙ্গে। এ সময় ফুটবল ছাড়ার ঘোষণা কেন? জবাবে স্বপ্না বলেন, 'গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে আর কি হবে? আমি আসলে এর বেশি কিছু বলতে চাই না। আমি যদি না খেলতাম, সবাই আমাকে দলে না দেখতো তাহলে জানতে চাইতেন আমি কোথায়? যে কারণে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছি- আমি আর ফুটবল খেলছি না । অনেক তো খেললাম।'

প্রসঙ্গত, স্বপ্না গত বছর নেপালে সাফজয়ী দলের সদস্য। টুর্নামেন্টে চারটি গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলতে পারেননি।

এন