tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৪, ১৫:৩৬ পিএম

উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, বিক্ষোভোর ডাক ছাত্র আন্দোলনের


Hasnat-pic-6731cd12dcb16

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সোমবার বিকালে তারা এ কর্মসূচির আয়োজন করছে।

সোমবার (১১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করবে।

post Hasnat-6731cd0a3d5e6

অন্যদিকে, বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহিদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর দুটি প্রোগ্রাম হওয়ায় আমরা বিকাল চারটায় একসঙ্গে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, রোববার বঙ্গবভনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন— ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে ফারুকীকে নিয়ে সমালোচনা চলছে ফেসবুকে।

এসএম