tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২১, ২০:৫৮ পিএম

টস জিতে স্কটিশদের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান


পাকিস্তান-স্কটল্যান্ড.jpg

আজকে পাকিস্তানের মুখোমুখি স্কটল্যান্ড। চার ম্যাচে চার জয় পেয়ে আগেই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। এ ম্যাচে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে অপরাজিত দল হবে বাবর-আজমরা।


আজকে পাকিস্তানের মুখোমুখি স্কটল্যান্ড। চার ম্যাচে চার জয় পেয়ে আগেই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। এ ম্যাচে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে অপরাজিত দল হবে বাবর-আজমরা।

বাছাই পর্বে দাপট দেখিয়ে মূল পর্বে উঠলেও আফগানিস্তান, নামিবিয়া, নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরেছে কাইল কোয়েটজাররা।

আজ রোববার (৭ নভেম্বর) শারজায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাবর আজমের দল।

পাকিস্তানের কাছে এ ম্যাচে হারলে সুপার টুয়েলভ থেকে খালি হাতেই ফিরতে হবে স্কটিশদের।

এদিকে দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে নিউজিল্যান্ড।

স্কটল্যান্ড একাদশ

কাইল কোয়েটজা, জর্জ মুনসি, ডাইলান বুডজ, রিচার্ড বেরিংটন, মাইকেল লিস্ক, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সফিয়ান শরিফ, হামজা তাহির, ব্র্যাড হোয়েল।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

এইচএন