বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি সাকিব-তামিম
Share on:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোয়ালিফায়ার-২ এ মুখোমুখি হবে -তামিমের রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল ।
ফাইনালে যাওয়ার লড়াইয়ের আগে কাগজ-কলমে দুই দলই সমান শক্তিশালী। দলীয় এই লড়াই ছাপিয়ে সাকিব-তামিমের ব্যক্তিগত দ্বৈরথে পরিণত হতে পারে। এবারের বিপিএলে এই দুই দলের এটি তৃতীয় লড়াই। আগের দুই দেখায় একবার করে জয় পেয়েছ রংপুর ও বরিশাল।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। বরিশালের ডেরাতে আছেন তামিম, মুশফিক, রিয়াদ, সৌম্য, সাইফউদ্দিন ও মিরাজের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। সেই সাথে কাইল মায়ার্স, জেমস ফুলার, ওবেদ ম্যাককয়, ডেভিড মিলারের মতো বিদেশি তারকারা দলটির বড় শক্তি।
মিরপুরে কাল ঐচ্ছিক অনুশীলনে এসে বরিশালের কোচ মিজানুর রহমান অবশ্য বলেছেন, প্রতিপক্ষের দিকে না তাকিয়ে তিনি আস্থা রাখছেন অভিজ্ঞতায়। তিনি বলেন, বিগত দিনেও যেসব ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছি, অভিজ্ঞদের ওপর আমার আস্থা ছিল। এই বছরও তাদের ওপর সে রকমই আস্থা আছে। এখন পর্যন্ত সেটার ভালো ফল পাওয়া গেছে।
মায়ার্সের দ্রুতলয়ের ব্যাটিংয়ের সঙ্গে তামিমের ধীরগতির স্ট্রাইক রেটের তুলনায় তাই যেতে চাননি মিজানুর। বরিশালের কোচ বলেন, দু’জনের ব্যাটিংই দলের জন্য গুরুত্বপূর্ণ। তামিম যে খুব কম স্ট্রাইক রেটে ক্রিকেট খেলছে, তা নয়। সে দলের জন্য বেশিক্ষণ খেলছে, যা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো, দুজনই দলের জন্য কার্যকর।
তবে ফর্মের বিচারে এগিয়ে রংপুর রাইডার্স। ১ম কোয়ালিফায়ার হারের আগে টানা ৮ ম্যাচ জিতেছিলো সাকিবরা। নিউজিল্যান্ড তারকা জিমি নিশাম যোগ দেয়ায় শক্তি বেড়েছে দলটির। কোয়ালিফায়ারে দলের সাথে যুক্ত হয়েছেন নিকোলাস পুরান, মোহাম্মদ নবী, ফজল হক ফারুকীর মতো ক্রিকেটাররা।
ফাইনালের জন্য আরেকটি পরীক্ষা দিতে হচ্ছে বলে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ রংপুর। তবে কোচ সোহেল ইসলামের আশা, সেই হতাশা ঝেড়ে ফেলে আজ শক্তভাবে ঘুরে দাঁড়াবে দল। প্রতিপক্ষ অভিজ্ঞতায় ভারী, রংপুরের কোচ মাথায় আনতে চাইছেন না সেটাও। সোহেল ইসলাম বলেন, আমরা এটা নিয়ে খুব বেশি ভাবছি না। দলের কেউই সেটা নিয়ে ভাবছে বলে মনে হয় না। নিজেদের পরিকল্পনা কাজে লাগানোতেই আমরা বেশি মনোযোগী।
বিপিএলে সবচেয়ে বেশি দর্শক দেখা গেছে যে তিনটি দলের খেলায়, এখন পর্যন্ত টুর্নামেন্টে আছে সে তিনটি দলই। কুমিল্লা তো ফাইনালে উঠেই গেছে, আজ মুখোমুখি হতে যাওয়া দুই দল বরিশাল আর রংপুরের ম্যাচেও নিশ্চিত গ্যালারি ভেসে যাবে লাল-নীল রঙের বন্যায়। আর সেখানে সবচেয়ে বেশি ধ্বনিত হতে পারে সাকিব, তামিম নাম দুটিই। বিপিএলে রংপুর-বরিশাল ম্যাচের আরেক নামই যে হয়ে দাঁড়িয়েছে সাকিব বনাম তামিম দ্বৈরথ!
এসএম