tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২২, ২১:২৩ পিএম

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে : প্রধানমন্ত্রী


51

রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী।


তিনি আরও বলেন, তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়ে আছে।

আমরা মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশে চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মিয়ানমার তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে বলে বৈঠকে চীনা রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে যাওয়া শুরু করবে।’

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন। 

এন