সমুদ্রে অগ্ন্যুৎপাত, টোঙ্গাতে আঘাত হেনেছে সুনামি
Share on:
সমুদ্রের নিচে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের পর প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাতে সুনামি আঘাত হেনেছে।
সমুদ্রের নিচে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের পর প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাতে সুনামি আঘাত হেনেছে।
আজ শনিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে সাড়ে ৫টার দিকে সুনামি আঘাত করে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সুনামির আঘাতে বহু ঘরবাড়ি ভেসে গেছে, রাজধানী নুকুয়ালোফা ঢেকে গেছে ছাইয়ে। সুনামি সতর্কবার্তা পেয়ে আগেই উঁচু স্থানে আশ্রয় নেয় রাজধানীবাসী।
অগ্ন্যুৎপাতের কারণে পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলেই ভূমিকম্প অনুভূত হয়। আগ্নেয়গিরিটি থেকে টোঙ্গার রাজধানীর দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার।
টোঙ্গার জিওলজিক্যাল সার্ভিস জানায়, আগ্নেয়গিরি থেকে ওঠা গ্যাস, ধোঁয়া আর ছাই প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত উঠে যায়।
৮ মিনিটের এই উদগীরণের সময় এত জোরে বাজ পড়ার মতো শব্দ হচ্ছিল যে তা প্রায় ৮০০ কিলোমিটার দূরের দেশ ফিজি থেকেও শোনা গেছে।
এর আগে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই থেকে অগ্নুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে বড় বড় ঢেউ দেখা দিয়েছে।
এইচএন