tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২২, ১৩:০৪ পিএম

কাতার বিশ্বকাপ : গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত


বিশ্বকাপ ফুটবল-2022

শুক্রবার দোহায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হলো। জানা গেলো গ্রুপে কোন দেশ কার সঙ্গে লড়বে। কাতার বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২১ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে।


এবার স্পষ্ট করে বলা যাচ্ছে না যে গ্রুপ অব ডেথে কোন দল রয়েছে। তবে ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুনের মধ্যে জমজমাট লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

২২ নভেম্বর এএফসি ও কনমেবলের মধ্যকার ম্যাচ জয়ী দলের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। অর্থাৎ পেরু বনাম অস্ট্রেলিয়া/আমিরাতের ম্যাচ জয়ী দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স।

কোপা আমেরিকা জয়ী বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে ২২ নভেম্বর। আর ২৪ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

এক নজরে গ্রুপ অনুযায়ী বিশ্বকাপের সূচি :

‘এ’ গ্রুপ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস

২১ নভেম্বর- কাতার বনাম ইকুয়েডর

২১ নভেম্বর- সেনেগাল বনাম নেদারল্যান্ডস

২৫ নভেম্বর- কাতার বনাম সেনেগাল

২৫ নভেম্বর- নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর

২৯ নভেম্বর- নেদারল্যান্ডস বনাম কাতার

২৯ নভেম্বর- ইকুয়েডর বনাম সেনেগাল

‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড

২১ নভেম্বর- ইংল্যান্ড বনাম ইরান

২১ নভেম্বর- যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড

২৫ নভেম্বর- ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র

২৫ নভেম্বর- ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড বনাম ইরান

২৯ নভেম্বর- ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড

২৯ নভেম্বর- ইরান বনাম যুক্তরাষ্ট্র

‘সি’ গ্রুপ: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড

২২ নভেম্বর- আর্জেন্টিনা বনাম সৌদি আরব

২২ নভেম্বর- মেক্সিকো বনাম পোল্যান্ড

২৬ নভেম্বর- আর্জেন্টিনা বনাম মেক্সিকো

২৬ নভেম্বর- পোল্যান্ড বনাম সৌদি আরব

৩০ নভেম্বর- পোল্যান্ড বনাম আর্জেন্টিনা

৩০ নভেম্বর- মেক্সিকো বনাম সৌদি আরব

‘ডি’ গ্রুপ: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত

২২ নভেম্বর- ফ্রান্স বনাম পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত

২২ নভেম্বর- ডেনমার্ক বনাম তিউনিসিয়া

২৬ নভেম্বর- ফ্রান্স বনাম ডেনমার্ক

২৬ নভেম্বর- তিউনিসিয়া বনাম পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত

৩০ নভেম্বর- তিউনিসিয়া বনাম ফ্রান্স

৩০ নভেম্বর- পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত বনাম ডেনমার্ক

‘ই’ গ্রুপ: স্পেন, কোস্টারিকা/নিউ জিল্যান্ড, জার্মানি, জাপান

২৩ নভেম্বর- স্পেন বনাম কোস্টারিকা/নিউ জিল্যান্ড

২৩ নভেম্বর- জার্মানি বনাম জাপান

২৭ নভেম্বর- স্পেন বনাম জার্মানি

২৭ নভেম্বর- জাপান বনাম কোস্টারিকা/নিউ জিল্যান্ড

১ ডিসেম্বর- জাপান বনাম স্পেন

১ ডিসেম্বর- কোস্টারিকা/নিউ জিল্যান্ড বনাম জার্মানি

‘এফ’ গ্রুপ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া

২৩ নভেম্বর- বেলজিয়াম বনাম কানাডা

২৩ নভেম্বর- মরক্কো বনাম ক্রোয়েশিয়া

২৭ নভেম্বর- বেলজিয়াম বনাম মরক্কো

২৭ নভেম্বর- ক্রোয়েশিয়া বনাম কানাডা

১ ডিসেম্বর- ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম

১ ডিসেম্বর- কানাডা বনাম মরক্কো

‘জি’ গ্রুপ: ব্রাজিল, সার্বিয়া, ‍সুইজারল্যান্ড, ক্যামেরুন

২৪ নভেম্বর- ব্রাজিল বনাম সার্বিয়া

২৪ নভেম্বর- সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন

২৮ নভেম্বর- ব্রাজিল বনাম সুইজারল্যান্ড

২৮ নভেম্বর- ক্যামেরুন বনাম সার্বিয়া

২ ডিসেম্বর- ক্যামেরুন বনাম ব্রাজিল

২ ডিসেম্বর- সার্বিয়া বনাম সুইজারল্যান্ড

‘এইচ’ গ্রুপ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

২৪ নভেম্বর- পর্তুগাল বনাম ঘানা

২৪ নভেম্বর- উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া

২৮ নভেম্বর- পর্তুগাল বনাম উরুগুয়ে

২৮ নভেম্বর- দক্ষিণ কোরিয়া বনাম ঘানা

২ ডিসেম্বর- দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল

২ ডিসেম্বর- ঘানা বনাম উরুগুয়ে

এইচএন