tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশনার সময়: ১৬ জুলাই ২০২৪, ১১:৩০ এএম

টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করল সরকার


polok-20240716120353

ইন্টারনেটভিত্তিক দেশীয় শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের জন্য প্রস্তাবিত ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশে। মঙ্গলবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেয়েফায়েড ফেসবুক পেজ ও প্রোফাইলে এক বার্তায় এই তথ্য জানান।


স্টার্ট আপ বাংলাদেশের ফেসবুক পোস্টটি রি-শেয়ার করে পলক লিখেছেন, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।’

পলক_20240716_114717917

কিন্তু কী কারণে টেন মিনিট স্কুলের এই বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে সে সম্পর্কে প্রতিমন্ত্রী পলকের পোস্টে কিছু জানানো হয়নি। একই সঙ্গে স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়নি।

ten_20240716_114248699

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

এনএইচ