সাবেক হুইপ গিনির ১০ দিনের রিমান্ড আবেদন
Share on:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় রবিউসসানি শিপু নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনির ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মজিবর রহমান ভূঁইয়া এই রিমান্ড আবেদন করেন।
বেলা ১১টার দিকে গিনিকে সিজেএম আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার এজহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে শিক্ষার্থী রবিউসসানি শিপু আহত হন। এমনকি চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নেন তিনি। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন শিপু।
উল্লেখ্য, গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মাহবুব আরা বেগম গিনিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এফএইচ