tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২১, ১১:৫৯ এএম

চট্টগ্রাম টেস্ট, ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন মুশফিক


মুশফিক.jpg

ক্যারিয়ারের ৮ম শতকের অনেক কাছেই চলে গিয়েছিলেন তিনি তবে ফাহিম আশরাফের বলে ব্যক্তিগত ৯১ (২২৫) রানের মাথায় ক্যাচ দিয়েছেন উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।


পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে রাখা হয়নি বলে সংবাদ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন মুশফিক।

যে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশও দেইয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে (বিসিবি)। মুশফিক কারণ দর্শান, ক্ষমাও পান দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে।

সেসব পেছনে ফেলে টেস্ট দল ঘোষণার আগেই নেমে পড়েন চট্টগ্রামের মাঠে অনুশীলনে। নিজেকে প্রমাণের জন্য কঠিন পরিশ্রমের সুফলও পেলেন দ্রুতই।

টি-টোয়েন্টি সিরিজে না খেললেও টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংস খেললেও হতাশ হতে হলো শেষ পর্যন্ত।

ক্যারিয়ারের ৮ম শতকের অনেক কাছেই চলে গিয়েছিলেন তিনি তবে ফাহিম আশরাফের বলে ব্যক্তিগত ৯১ (২২৫) রানের মাথায় ক্যাচ দিয়েছেন উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।

mushi.jpg

যদিও আউট হওয়া নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন, নিয়েছিলেন রিভিউ। কিন্তু বাঁচা গেল না। মুশফিকের বিদায়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বেশ চাপে পড়তে হলো বাংলাদেশকে।

তার আগে লিটন দাস সাজঘরে ফেরেন দিনের দ্বিতীয় ওভারে ১১৪ রান করে। এরপর অভিষিক্ত ইয়াসির আলীও ফেরেন মাত্র ৪ রান করে।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৭৭ রান। ব্যাট করছেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম।

এইচএন