tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
টাইম ফোকাস প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬ পিএম

ইতিহাসের এই দিনে : বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত


55

আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।


পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) মাঘ ২৯, ১৪২৯ বঙ্গাব্দ। ২০ রজব ১৪৪৪ হিজরি।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৪২৯ হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয়বরণ করে।

১৬৩৫ দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।

১৮১৮ চিলি স্পেন থেকে স্বাধীনতা পায়।

১৮৫৫ মিশিগান স্টেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।

১৮৭৭ প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।

১৯৭০ কায়রোতে ধাতব কারখানায় ইসরাইলি বিমান হামলা। ৭০ জন বেসামরিক মিসরীয় নিহত।

১৯৭২ বাংলাদেশকে ইতালির স্বীকৃতি দান।

১৯৮১ কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৭ বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম:

১৮০৯ চার্লস ডারউইন জন্মগ্রহণ করেন।

১৮০৯ আব্রাহাম লিংকন (১২ ফেব্রুয়ারি ১৮০৯ - ১৫ এপ্রিল ১৮৬৫) একজন মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। তিনি ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সালে তার হত্যার আগপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি ছিলেন। নৈতিক, সাংস্কৃতিক, সাংবিধানিক এবং রাজনৈতিক সঙ্কট তিনি আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ইউনিয়ন সংরক্ষণ, দাসত্ব বিলোপ, ফেডারেল সরকারকে মজবুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আধুনিকীকরণে সফল হন। লিংকন কাঠের গুরি দিয়ে তৈরি একটি ঘরে দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং মূলত ইন্ডিয়ানার সীমান্তে বেড়ে ওঠেন। তিনি স্ব-শিক্ষিত ছিলেন যার পেছনে অনুপ্রেরণা দিয়েছেন উনার বাবা-মা।তিনি মূলত তাঁর বাবার জন্যই পড়াশোনা চালিয়ে গেছেন শত দারিদ্রতার মধ্যে।তিনি তাঁর বন্ধুদের পুরাতন বই সংগ্রহ করে পড়তেন এবং এভাবেই শিক্ষিত হয়েছেন। তিনি একজন আইনজীবী, ইলিনয় রাজ্যের বিধায়ক এবং ইলিনয় থেকে মার্কিন কংগ্রেস সদস্য হয়েছিলেন। ১৮৪৯ সালে, তিনি তার আইন অনুশীলনে ফিরে আসেন তবে দাসত্বের জন্য অতিরিক্ত জমি খোলার জন্য কানসাস – নেব্রাস্কা আইনের দ্বারা উদ্বেগিত হন। তিনি ১৮৫৪ সালে নতুন রিপাবলিকান পার্টির নেতা হয়ে রাজনীতিতে নতুনভাবে প্রবেশ করেন এবং স্টিফেন ডগলাসের বিরুদ্ধে ১৮৫৮ সালের বিতর্কে তিনি জাতীয় দর্শকের কাছে পৌঁছেছিলেন। লিঙ্কন ১৮৬০ সালে রাষ্ট্রপতি নির্বাচনে লড়েছিলেন এবং উত্তরের জয়ের পথ সুদুরপ্রসারিত করেছিলেন।

১৯১৫ মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন।

১৯৪৩ কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১২৪২ জার্মান রাজা সপ্তম হেনড্রিকের মৃত্যু হয়।

১৮০৪ জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মৃত্যু হয়।

১৯১৬ জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ট মৃত্যুবরণ করেন।

১৯৩৪ ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেন মৃত্যুবরণ করেন।

১৯৮০ ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদারের মৃত্যু হয়।

এন