tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২৪, ১০:২৬ এএম

বিভিন্ন ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা


118744_sat
ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন।


রোববার দিবাগত রাতে বিভিন্ন সময় এসব হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকেজন শিক্ষার্থী আহত হয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ হলে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ ,‘ চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন কারী শিক্ষার্থীদের জামায়াত-শিবির আখ্যা দিয়ে তাদের ওপর হামলা চালান। এসময় তারা নারী শিক্ষার্থীদের উদ্দেশে গালাগালি করেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে মুখোমুখি হয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ৩জন গুরুতর আহতসহ প্রায় ১০০জন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগ নেতাদের নির্দেশে পিছু হটেন কর্মীরা। এর ফলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ও বঙ্গবন্ধু হলে যান। পরে গোলচত্বরে এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কাটা পাহাড় সড়কে এ ঘটনা ঘটে। এতে এক নারী শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন।

রাত সোয়া ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের জিরো পয়েন্টে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে 'তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার', 'চেয়েছিলাম ন্যায় বিচার, হয়ে গেলাম রাজাকার', ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

পরে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ৪-৫ জন নেতাকর্মী কাটা পাহাড় এলাকায় আসেন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝেই কয়েকটি বাজি ফোটান তারা। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটে। এক পর্যায়ে শিক্ষার্থীরা কাটা পাহাড় দিয়ে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। সেই সময় অন্তত চার থেকে পাঁচজনকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আন্দোলনরত শিক্ষার্থী শারমিন সুলতানা বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলনে হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী লাঠি নিয়ে হামলা করেন।’

এনএইচ