রিজভীদের কল্পনার বাংলাদেশ আজ নেই: নানক
Share on:
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রুহুল কবির রিজভীদের কল্পনার বাংলাদেশ আজ নেই। দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা যে দুঃখ-কষ্টের বাংলাদেশ রেখেছিল, সেই দেশ আজ আর নেই।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
১৫ রোজার পরেই দ্রব্যমূল্য কমে গিয়েছিল উল্লেখ করে নানক বলেন, বাজার পরিস্থিতি ঢাকা আর ঢাকার বাইরে ভিন্ন। ঢাকার বাইরের কম দামের পণ্য ঢাকায় বেশি দামে বিক্রি হয়। ভোক্তা যাদের কাছ থেকে পণ্য কেনেন, তাদের কাছে এসে দাম বাড়ে। সুলভমূল্যের বাজার প্রতিষ্ঠার কারণে ১৫ রোজার পরই জিনিসপত্রের দাম কমে গিয়েছিল।
তিনি আরও বলেন, যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে বাড়ি যাওয়া এখন সহজ হয়ে গেছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি গেছে এবং ফিরে আসছে।
নানক বলেন, রাজধানীর সার্বিক পরিস্থিতি এ সপ্তাহ ঢিলেঢালা যাবে। সামনের সপ্তাহে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করি।
এনএইচ