tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ১৭:১১ পিএম

ভারতের মিজোরামে পাথর ধসে নিহত ৮


mizoram2022

ভারতের মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪ শ্রমিক। তাদের উদ্ধারে কাজ চলছে।


এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ নভেম্বর) দুপুরের খাবার খেয়ে কাজে ফেরার পর পরই পাথর কোয়ারিটি ধসে পড়ার ঘটনা ঘটে। এর পর সেখানে শ্রমিকরা আটকা পড়েন। তাদের মধ্যে মঙ্গলবার সকালে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ভারতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। নিখোঁজ চারজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আসাম রাইফেলসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

মিজোরামের হাতিয়াল জেলার পাথর কোয়ারিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। আড়াই বছরে ধরে পাথর কোয়ারিটিতে কার্যক্রম চলছিল।

এন