tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২২, ১০:৫১ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে


আবহাওয়া

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে সৃষ্টি হওয়া নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগিয়ে যাচ্ছে বলে এক পূর্বাভাসে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর।


১৯ মার্চ এটি পূর্ব-উত্তরপূর্বে যাত্রা অব্যাহত রেখে দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। ২০ মার্চ সকালে এটি সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে। আগামী ২১ মার্চ সোমবার নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়টি নাম রাখা হয়েছে ‘অশনি’।

সোমবার ‘অশনি’ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে যাবে বাংলাদেশ এবং উত্তর মিয়ানমারের দিকে। পরের দিন মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড়টি মূল ভূখণ্ডে প্রবেশ করবে।

আবহাওয়াবিদরা জানান, বেশ কয়েক দিনে বসন্তের আবহ মিলে গিয়ে পুরোমাত্রায় গরম পড়বে। ভোর বা রাতের দিকে যে শিরশিরে অনুভূতি টের পাওয়া যাচ্ছে, তা-ও শেষ হয়ে যাবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করার কারণে অস্বস্তি বাড়বে।

এইচএন