tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৩ পিএম

প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের এক হালি


20220916_150654

নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেমিফাইনালে প্রথমার্ধেই ভুটানের জালে ৪ গোল দিয়েছে বাংলাদেশ। একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলছে সাবিনা-কৃষ্ণারা।


ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে আসা পাস ধরে সিরাত জাহান স্বপ্না গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান।

বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ২৭ মিনিটে। মারিয়া মান্ডার পাস থেকে ব্যাবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৩৫ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন বদলি খেলোয়াড় রিতুপর্ণা চাকমা।

ভুটানকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে বাংলাদেশের প্রথম লক্ষ্য পূরণ হবে। সেই সাথে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে বাংলাদেশের। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল গোলাম রব্বানী ছোটনের দল।

এমআই