tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৩, ২১:০১ পিএম

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান: মাওলানা আবদুল হালিম


download

বগুড়া পূর্ব সাংগঠনিক জেলার শেরপুর ও ধুনট উপজেলার যৌথ উদ্যোগে এক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।


শুক্রবার (১৬ জুন) অনুষ্ঠানে শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নমিনি মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্ব করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পূর্ব সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক নাজিমুদ্দিন এবং সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ মানের জনশক্তি হলো সদস্য (রুকন)। সদস্যগণকে সাংগঠনিক ও নৈতিক চারিত্রিক মানে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। জানমালের কুরবানী দিয়ে বর্তমান প্রতিকূল প্রেক্ষাপটে কাঙ্খিত ভূমিকা পালন করতে হবে।

দেশ ও জাতির কল্যাণ এবং মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেয়ারটেকার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলমান আন্দোলন বেগবান করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিভ্রান্তির বিপরীতে জামায়াতে ইসলামীর ওপর বর্বরোচিত জুলুম, অত্যাচার ও নির্যাতনের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে।

তিনি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে দল-মত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

এন