tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২১, ১২:৫৪ পিএম

আজ থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শুরু


হাইকোর্ট.jpg

ভয়ংকর মহামারি করোনাভাইরাসকে কেন্দ্র করে প্রায় ২০ মাসের বিরতির পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে।


ভয়ংকর মহামারি করোনাভাইরাসকে কেন্দ্র করে প্রায় ২০ মাসের বিরতির পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে।

আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল থেকে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে বিচারকার্য শুরু করেন।

এর আগে ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তি দেয় কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেন যে, ১ ডিসেম্বর (বুধবার) হতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করত, শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, এর আগে করোনা মহামারিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আপিল বিভাগ ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

পাপাশাপাশি হাইকোর্টের সীমিত সংখ্যক বেঞ্চে শারীরিক উপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম চলছিল।

এইচএন