tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৪ মে ২০২৩, ১৯:১৭ পিএম

কুড়িগ্রামে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিল ছাত্রলীগ


60

কুড়িগ্রামের উলিপুরে এক বিধবার জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।


সোমবার (১ মে) বেলা ১১টায় পৌরসভার রারদাস ধনিরাম বলদীপাড়া গ্রামের বিধবা আবেদা বেওয়ার ৪৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমানের নেতৃত্বে ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী এ ধান কাটায় অংশ নেয়।

তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভীর আহমেদ রিমেজ, আরিফুল ইসলাম আকাশ, তানভীর ইসলাম মেহেদী, নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম আকাশ, রিয়াদুর রহমান রিয়াদ, সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান মিলু প্রমূখ।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে মৃত আবুল হোসেনের স্ত্রী আবেদা বেওয়া বলেন, ঝড়-বৃষ্টির জন্য জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন কাজে আমি খুবই খুশি এবং তাদের জন্য দোয়া করবো।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা ছাত্রলীগ বিধবার পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।

এন