tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পিএম

ঢাকা জেলার ৫টি সংসদীয় আসনে কে কোন প্রতীক পেলেন


dhaka-elec-20231218114311

ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে।


সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করেন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।

  • কে কোন প্রতীক পেলেন

ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা)

১. সালমা ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল)

২. সালমান এফ রহমান, আওয়ামী লীগ (নৌকা)

৩. আ. হাকিম, এনপিপি, (আম)

৪. সামসুজ্জামান চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা)

৫. শেখ মো. আলী, গণফ্রন্ট (মাছ)

৬. মো. করম আলী, ওয়ার্কার্স পার্টি (কাস্তে)

৭. মুফিদ খান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)

ঢাকা-২ (কামরাঙ্গীরচর-সাভার-কেরানীগঞ্জ)

১. ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র (ট্রাক)

২. আশরাফ আলী জিহাদী, ইসলামী ঐক্যজোট (মিনার)

৩. অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা)

৪. শাকিল আহমেদ শাকিল, জাতীয় পার্টি (লাঙ্গল)

ঢাকা-৩ (কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন)

১. মনির সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল)

২. মো. রমজান, মুক্তিজোট (ছড়ি)

৩. মো. আলী রেজা, স্বতন্ত্র (ট্রাক)

৪. আব্দুস সালাম, এনপিপি (আম)

৫. নসরুল হামিদ, আওয়ামী লীগ (নৌকা)

৬. মো. জাফর, বাংলাদেশ কংগ্রেস (ডাব)

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া)

১. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)

২. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র (ঈগল)

৩. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব)

৪. নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ)

৫. মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক)

৬. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)

৭. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)

৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম)

৯. মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা)

১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)

এদিকে আজ প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এনএইচ