tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৯ পিএম

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মুক্তি দাবি


813824_134

কারাবন্ধী দলের আমির ডা. শফিকুর রহমানের মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর।


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ দাবি জানান। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত ১৫ বছর যাবৎ জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে মিথ্যা সাজানো মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখে। নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করতে চায়। তারা বিরোধীদলের অস্তিত্ব স্বীকার করতে রাজি নয়।

সরকার জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ২০২২ সালের ১২ ডিসেম্বর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়। তাকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হয়। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান একজন সমাজসেবী, মানবদরদী ও জনকল্যাণমূলক কর্ম বান্ধব ব্যক্তিত্ব। তিনি একজন ধর্মভীরু ও শান্তিপ্রিয় মানুষ। তার মতো একজন পরিচ্ছন্ন ইমেজের ও মানবদরদি মানুষের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ হয়রানি ও বাড়াবাড়ি বন্ধ করে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটক সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং আলেম-উলামাদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তি //এমএইচ