ইরান ইসরাইল ইস্যুতে এখনো চুপ এরদোগান
Share on:
গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরাইলি হামলার পর পালটা হামলা হিসেবে শনিবার ইসরাইলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
এ নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। তবে ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি বিশ্বের অন্যতম মুসলিম নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের পক্ষ থেকে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তুরস্ক এ অঞ্চলে উত্তেজনা আর বৃদ্ধি হোক তা চায় না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান ফিদানকে বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অভিযান এখানেই শেষ করা হোক, যদি না ইসরাইল আবার হামলা করে।
হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের অন্যতম কঠোর সমালোচক তুরস্ক।
গত জানুয়ারিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এ সময় ইয়েমেনে ইরান সমর্থিত হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন ও যুক্তরাজ্যের হামলার নিন্দা করেছিলেন তারা।
এনএইচ