জাপার এত শক্তি, জানতামই না : চুন্নু
Share on:
'দলে এত সক্রিয় কর্মী ছিল! এত শক্তি ছিল! আর আমি মহাসচিব হিসেবে জানতাম না। এটাতো আমার ব্যর্থতা! তারা আবার পদত্যাগ করছেন। এতে আমি অবাক হয়ে গেলাম।'
জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগরীর ৯ থানার ৬৭১ নেতাকর্মীর পদত্যাগের প্রতিক্রিয়ায় এভাবেই কথাগুলো বলছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টিতে রাতারাতি এত কর্মী কোথা থেকে উদয় হলো, মূলত তা নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
শফিকুল ইসলাম সেন্টুর এত কর্মী কি আকাশ থেকে এসেছে- এমন প্রশ্ন রেখে জাপা মহাসচিব বলেন, রাতারাতি এত কর্মী আসলো কোথা থেকে, সেটা নিয়ে গবেষণা করতে হবে। যদিও পদত্যাগকারীদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আমি ৭ থেকে ৮ জনকে চিনি, আর কাউকে কোথাও দেখিনি।
এছাড়া নেতাকর্মীরা পদত্যাগ করলেও দলে কোনো প্রভাব পড়বে না চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকেও অনেক কর্মী চলে গেছেন। এতে দলের কোনো ক্ষতি হয় না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন করে দলটির ঢাকা উত্তরের বিভিন্ন পর্যায়ের ৬৭১ নেতাকর্মী গণপদত্যাগের ঘোষণা দেন।
এনএইচ