tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২২, ০৯:৫৭ এএম

জাপানের আকাশে চীনের ড্রোন নিয়ে উত্তেজনা!


ড্রোন

তাইওয়ান প্রণালিতে উত্তেজনার আবহে এবার জাপানের আকাশসীমায় ঢুকে পড়ার অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে।


বুধবার চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একটি ড্রোন এবং দুটি নজরদারি বিমান উপকূলবর্তী শহর ওকিনাওয়ার অদূরে জাপানের আকাশসীমায় ঢোকে বলে সে দেশের প্রতিরক্ষা দপ্তর অভিযোগ করেছে। খবর জাপান টাইমসের।

জাপানের প্রতিরক্ষা দপ্তরের তরফে বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার থেকে মোট তিন বার চীনের বিজেডকে-০০৫ নজরদারি ড্রোন, ওয়াই-৯ গুপ্তচর বিমান এবং একটি টহলদারি বিমান ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যবর্তী স্থান দিয়ে উড়ে গেছে।

হামলার আশঙ্কায় জাপান বিমানবাহিনীর যুদ্ধবিমান প্রস্তুতি শুরু করে। তবে চীনা টহলদারি বিমান আকাশসীমার ভেতরে না ঢুকে ফিরে যায়।

চীনা নৌবহরের সম্ভাব্য হামলা ঠেকাতে ওই অঞ্চলেই কয়েক মাস আসে আমেরিকার সপ্তম নৌবহরের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া শুরু করেছেন জাপান নৌসেনারা।

‘ওরিয়েন্ট শিল্ড’ নামে সেই বার্ষিক যুদ্ধ মহড়ায় আমেরিকার নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস অ্যান্টিয়েটাম ও ইউএসএস চ্যান্সেলরসভিল এখনো প্রশান্ত মহাসাগরের ওই অঞ্চলেই রয়েছে।

এ পরিস্থিতিতে চীনের বিমানের এই ‘তৎপরতা’ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এমআই