tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৭ মে ২০২৩, ১৮:০০ পিএম

আইপিএলে প্রতিপক্ষ হিসেবে দুই ভাইয়ের রেকর্ড


13

আইপিএলে সতীর্থ কিংবা প্রতিপক্ষ হিসেবে খেলার রেকর্ড আছে দুই ভাইয়ের। তবে টুর্নামেন্টটির ইতিহাসে এই প্রথমবার এক ম্যাচে দুই দলের নেতৃত্বে থাকছেন দুই সহোদর। রোববার (০৭ মে) ভারতীয় ক্রিকেটে দুই ভাই হার্দিক ও ক্রুনাল পান্ডিয়াকে ঘিরে এই বিরল মুহূর্তটির সাক্ষী হলো আইপিএল।


গেল আসর থেকেই গুজরাট টাইটান্সের নেতৃত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে, লোকেশ রাহুলের চোট অপ্রত্যাশিতভাবে ক্রুনালকে লখনৌয়ের নেতৃত্বের আসনে বসিয়েছে। এদিন টসের পর আবেগে ভাসলেন হার্দিক। বিশেষ এই ক্ষণে তার মনে পড়ছে বাবাকে।

টসের সময় দেখা গেল হার্দিক তার ভাই ক্রুণালের জামার কলার ঠিক করে দিচ্ছেন। বড় ভাইকে জড়িয়ে ধরে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন ছোট ভাই। হার্দিক বলেন, বাবা থাকলে খুব খুশি হত। আমাদের পরিবারের জন্য খুব আবেগের দিন। বাবা খুব গর্বিত হত। আইপিএলে প্রথমবার এমন হল, আমাদের পরিবারও খুব খুশি।’

বিশেষ এই দিনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্রুনাল পান্ডিয়া। অবশ্য ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে হার্দিক জানান, টস জিতলে আগে ব্যাটিং নিতাম।

চলতি আইপিএলে দারুণ ছন্দে হার্দিকের গুজরাট টাইটান্স। গেল আসরের চ্যাম্পিয়নরা এবারো পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। অন্যদিকে, প্রথম ছয় ম্যাচের চারটিতে জিতে দারুণ শুরু পেলেও পরে খেই হারিয়ে ফেলেছে লখনৌ। ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দলটির অধিনায়ক কেএল রাহুলের চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়া। তবে লখনৌ সুপার জায়ান্টসরা এখনও পর্যন্ত প্লে-অফে ওঠার বড় দাবিদার। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১১। টেবিলের তিনে রয়েছে তারা।

এদিকে করুণ নায়ারকে রাহুলের বদলি হিসেবে সুপার জায়ান্টসরা দলে নিয়েছে। ২০২২ আইপিএলে রয়্যালসের হয়ে শেষ বার খেলেছিলেন তিনি। এদিকে টাইটান্সের জস লিটল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে আইরিশ শিবিরে যোগ দিচ্ছেন।

এবি