কিশোরগঞ্জে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই
Share on:
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় ২ পুলিশ সদস্যকে রাম-দা দিয়ে কুপিয়ে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় ২ পুলিশ সদস্যকে রাম-দা দিয়ে কুপিয়ে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার (১২ ডিসেম্বর) রাত ৮টার ভৈরব ঘোড়াকান্দা পলাশ সিনেমাহল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ২ পুলিশ সদস্য হলেন,
এএসআই রেজাউল করিম ও
এএসআই মো. করিম।
তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তাদের হাতে ও ঘাড়ে ৫টি করে সেলাই দিতে হয়েছে।
জানা যায়, গতকাল রোববার (১২ ডিসেম্বর) রাতে ভৈরব থানার ওয়ারেন্ট অফিসার এএসআই রেজাউল করিম ও এএসআই মো.করিম ২ জনে ওয়ারেন্টভুক্ত একাধিক মাদক মামলার আসামি মো. রাসেলকে ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে আটক করে।
এমন সময় স্থানীয় জজ মিয়ার রিকশা গ্যারেজ থেকে বেরিয়ে আসেন ভৈরবের শীর্ষ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি সানি, মামুনসহ ১৫-২০ জনের একদল মাদক ব্যবসায়ী।
তারা এসে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে দুই পুলিশ সদস্যদের। এ সময় তারা রাসেলকে ছিনিয়ে নেয়।
পরে ভৈরব থানা পুলিশ সংবাদ পেয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
ভৈরব থানার ইনচার্জ (ওসি) মো.গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে পুলিশ।
এইচএন