মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ল’ফার্ম নিয়োগ দেবে সরকার
Share on:
বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন যুক্তরাষ্ট্রে ল’ ফার্ম নিয়োগ করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।
বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন যুক্তরাষ্ট্রে ল’ ফার্ম নিয়োগ করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
এসময় পররাষ্ট্রসচিব বলেন, র্যাবের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের যুক্তরাষ্ট্র দূতাবাস খোঁজ-খবর নিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ল’ ফার্ম নিয়োগ করা যায় কিনা, সে বিষয়েও আমরা ভাবছি।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর পৃথকভাবে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।
এইচএন