tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২১ জানুয়ারী ২০২২, ২০:২৩ পিএম

মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকাল, জামায়াত আমীরের শোক প্রকাশ


shok-songbad.jpg

হেফাজতে ইসলাম-এর নায়েবে আমীর বর্ষিয়ান আলেমে দ্বীন মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ জানুয়ারি ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।


হেফাজতে ইসলাম-এর নায়েবে আমীর বর্ষিয়ান আলেমে দ্বীন মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ জানুয়ারি ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, হেফাজতে ইসলাম এর নায়েবে আমীর, সম্মিলিত ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান, এবং দামপাড়া জামিয়া ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাওলানা জাফরুল্লাহ খান ২১ জানুয়ারি দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দামপাড়া মাদরাসায় কুরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। আমি তাঁর ইন্তিকালে সমবেদনা জানাচ্ছি ও গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, মাওলানা জাফরুল্লাহ খান ছিলেন হকের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে এক আপোষহীন যোদ্ধা। চরম চাপ, জুলুম-নির্যাতন, ভয়-ভীতিতে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।

হকের মঞ্জিলের দিকে তাঁর পথচলা ছিল নিরন্তর। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। ইলমে দ্বীনের যে নূর তিনি ছড়িয়ে গেছেন, সে নূর সমাজকে যুগ যুগ ধরে আলোকিত করুক।

তিনি ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তাঁর ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। মহান রব তাঁর শূন্যতা পূরণ করে দিন।

আল্লাহ্ তাআলা দ্বীনের এই রাহবারকে ক্ষমা করুন, জীবনের সকল নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন।

তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভা কাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাআলা তাদেরকে এ শোকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমীন। (প্রেস বিজ্ঞপ্তি)

এইচএন