tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৬ পিএম

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে জামায়াতের সমবেদনা


অধ্যাপক মুজিবুর রহমান

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে সংশ্লিষ্ট দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।


সোমবার দেয়া ওই শোকবাণীতে জামায়াত আমির বলেন, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার লোক হতাহত হয়েছেন এবং হাজার হাজার ঘর-বাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। ভূমিকম্পে নিহতদের প্রতি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শোকবাণীতে তিনি বলেন, আমি এই ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি যেন তিনি আহতদের দ্রুত আরোগ্য দান করেন। আমরা আশা প্রকাশ করছি তুরস্ক এবং সিরিয়ার জনগণ এ শোক ও সম্পদের ক্ষয়ক্ষতি সহজেই কাটিয়ে উঠতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য, তুরস্কের মধ্যাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১ হাজার ৫০৪ জন হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

এমআই