tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ১৭:৪৮ পিএম

রেমাল মোকাবিলায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত : ত্রাণপ্রতিমন্ত্রী


traann-prtimntrii

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, প্রবল ঘূর্ণিঝড় রেমাল আগামীকাল রোববার নাগাদ বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে।


শনিবার (২৫ মে) মধ্যরাতে মহাবিপদ সংকেত জারি হতে পারে। প্রবল এ ঘূর্ণিঝড় মোকাবিলায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক এবং চার হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২৫ মে) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি প্রবল আকারে আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে। রাত ১২টা-১টা নাগাদ এটা ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি হতে পারে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে সাতক্ষীরা থেকে চট্টগ্রামের কক্সবাজার পর্যন্ত কমবেশি ক্ষতি হতে পারে। সাত থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কাও রয়েছে।

ঘূর্ণিঝড়ের সময় প্রচুর বৃষ্টি হতে পারে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, ‘পাহাড়ে ভূমিধস হতে পারে। এজন্য পাহাড়ি এলাকার অধিবাসীদের আগে থেকেই সতর্ক থাকা জরুরি।’

এসএম