ভালো শুরু পেয়েও দলকে জেতাতে পারলেন না সাব্বির-মোসাদ্দেকরা
Share on:
কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল জাফনা টাইটান্স। সেই লক্ষ্য তাড়ায় ব্যর্থ হাম্বানটোটা বাংলা টাইগার্সের টপ অর্ডার।
তবে মিডল অর্ডার চেষ্টা করেছিল ঘুরে দাঁড়াতে। সাব্বির রহমানদের সেই চেষ্টা কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৩৯ রানে হেরেছে বাংলা টাইগার্সরা।
পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে জাফনা। জবাবে খেলতে নেমে ৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রানের বেশি করতে পারেনি বাংলা টাইগার্স।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে হাম্বানটোটা। শুরুতেই সাজঘরে ফিরেন মোহাম্মদ শাহজাদ। প্রথম ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ব্যর্থ হয়েছেন দাসুন শানাকা, কুশল পেরেরা, শেভন ড্যানিয়েলরা।
এরপর মিদল অর্ডার ব্যাটাররা কিছুটা চেষ্টা করেছেন। সাজঘরে ফেরার আগে ৭ বলে ১৫ রানের ইনিংসে খেলেন সাব্বির। যেখানে দুটি ছক্কা ছিল। তাছাড়া ২ বলে ৭ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বোচ্চ ২৩ রান আসে উদানার ব্যাট থেকে।
এর আগে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন জাফনা টাইটান্সের দুই ওপেনার কুশল মেন্ডিস ও টম কোহলার ক্যাডমোর। ক্যাডমোর ১০ রানে ফিরলেও দারুণ এক ইনিংস খেলেছেন মেন্ডিস। তাকে যোগ্য সঙ্গ দেন টম অ্যাবেল এবং ডেভিড ভিসে।
ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ২৫ বলে ৪৭ রান করেন মেন্ডিস। ১২ বলে ২৩ করেন টম অ্যাবেল। আর ৫ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন ডেভিড ভিসে।
এনএইচ