tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২১, ১৮:২৫ পিএম

খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা


খাগড়াছড়ি.jpg

ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তিনটি ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছে।


ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তিনটি ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছে।

আজ রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালি, বোয়ালখালি ও মেরুং ইউনিয়নে এ সংঘর্ষ ঘটে। এ সময় কবাখালি ইউনিয়নে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেটের গাড়িতে হামলা করা হয়।

মেরুং ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. মাইন উদ্দিন বলেন, বাঁচা মেরুং কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিলে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। হাজাধন কার্বারী পাড়াতেও সংঘর্ষের ঘটনা ঘটে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা স্বর্ণা বলেন, দীঘিনালার তিনটি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে সংঘাতের ঘটনা ঘটে।

ম্যাজিস্ট্রেটের গাড়িতে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। কিছুক্ষণ স্থগিত থাকার পর আবার ভোটগ্রহণ চলে।

এইচএন