tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১৭:৪৭ পিএম

নির্বাচন নিয়ে রিপোর্ট প্রকাশ করায় ইইউকে ধন্যবাদ মির্জা আব্বাসের


mirza-abbas-1

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজান স্বস্তিদায়ক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর শাজাহানপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নিত্যপণ্যের চড়া দামের কারণে গাজার চাইতেও খারাপ অবস্থায় আছে সাধারণ মানুষ। আবারও সব জিনিসের দাম বাড়িয়ে দেয়ার আশঙ্কার কথা জানান তিনি।

তিনি বলেন, বৈশ্বিক চাপের কারণে সরকার ভয়ে আছে। সবাই জেনে গেছে যে, বাংলাদেশে একটা ডামি নির্বাচন হয়েছে। এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বাংলাদেশের নির্বাচন নিয়ে রিপোর্ট প্রকাশ করায় ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশের মানুষের পক্ষে অবস্থান নিয়েছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে মির্জা আব্বাসের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে তিনি এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

এসএম