বাইডেন-শি জিনপিং বৈঠক, সংঘাত এড়ানোর ওপর জোর
Share on:
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সংঘাত এড়ানোর ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সংঘাত এড়ানোর ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) দুই নেতার বহুল প্রতীক্ষিত ভার্চুয়াল আলোচনায় বিষয়টি উঠে এসেছে।
বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম মুখোমুখি বৈঠক।
বৈঠকে বাইডেন জানান, নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা যেন প্রকাশ্য সংঘাত সৃষ্টি না করে, তা নিশ্চিত করার দায়িত্ব দুই দেশেরই।
আমার মনে হয় চীন ও যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মধ্যে প্রতিযোগিতা যেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সংঘাতের দিকে না যায়, তা নিশ্চিত করা।
এদিকে বাইডেনকে পুরনো বন্ধু উল্লেখ করে শি জিনপিং বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য উভয় পক্ষকে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।
এ সময় বাইডেন শি জিনপিংকে বলেন, আপনি এবং আমি একে অন্যের সঙ্গে কখনোই এতটা আনুষ্ঠানিক ছিলাম না।
এ কথা বলে তিনি হয়তো তাদের পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাই মনে করিয়ে দিয়েছেন।
এইচএন